ওমান ভিসা চেক

ওমান ভিসা চেক



ওমান ভিসা চেক করার নিয়ম:
প্রথমে আপনাকে আপনার মোবাইলের Chrome browser open করতে হবে তারপর  সার্চ ইনপুট এ ভিসা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অনুসন্ধান" লিঙ্কে ক্লিক করুন অথবা আপনি যে ওয়েবসাইট থেকে ভিসা চেক করতে চান ওই ওয়েবসাইটে প্রবেশ করেন।


ওয়েবসাইটে প্রবেশ করার পর নিয়মাবলি:
১.Visa Application Number
2.Travel Documents Number
3.Documents Nationality
3Text Verification
ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনার (১)পাসপোর্ট নম্বর লিখুন,বা ট্রাবেল ডুকোমেন্ট নাম্বার,একই অর্থ ।
(২)তার পর ভিসা অ্যাপ্লিকেশন নাম্বার
(৩)তার পর আপনার পাসপোর্ট দেশ নির্বাচন করুন (পাসপোর্ট ইস্যু করা দেশ)অর্থাৎ আপনি যদি বাংলাদেশ থেকে পাসপোর্ট করে থাকেন তাহলে বাংলাদেশ  সিলেক্ট করে নিন।
(৪)তার পর একটা সিকিউরিটি ক্যাপচা সঠিকভাবে লিখতে বলা হবে আপনাকে সব কয়টি অক্ষর বড় হাতের লিখতে  হবে।
এবং সঠিক  তথ্য প্রবেশ করাতে হবে। 'জমা দিন' বা 'সাবমিট'এ ক্লিক করুন এবং আপনি আপনার ভিসা আবেদনের অবস্থা দেখতে সক্ষম হবেন।



ভিসা ডাউনলোড করার নিয়ম:
আপনার ভিসা আবেদনের সম্ভাব্য কিছু স্ট্যাটাস এখানে দেওয়া হল:
এখন আপনি pdf ফাইল ডাউনলোড করতে পারেন,ডাউনলোড করার জন্য ডাউনলোড বাটনে ক্লিক করতে হবে তার পর ডাউনলোড শুরু হবে,এখন আপনি pdf ফাইল টাকে jpg তে কনভার্ট করে ভিসা প্রিন্ট করে নিতে পারেন।



ভিসার ধরন বা কোন ধরনের ভিসা:
এখন আপনি ভাল করে দেখেন যে আপনার ভিসা কোন ধরনের Turist visa or Resident  visa.যদি Turist visa হয়ে থাকে তাহলে আপনি ঘুরতে যাচ্ছেন।আর যদি Resident visa হশে থাকে তাহলে আপনি চাকরির জন্য যাচ্ছেন।এই বিষয় গুলো আপনাকে খুব গুরুত্বপূন ভাবে মনে রাখতে হবে।আপনার আবেদন অনুমোদিত হয়েছে এবং আপনার ভিসা সংগ্রহের জন্য প্রস্তুত।



5 Comments

আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।আমাদের সাইট ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবেন।আপনাদের মতামতের উপর ভিত্তি করে পোস্ট করা হবে ধন্যবাদ।

  1. সুন্দর একটা পোস্ট

    ReplyDelete
  2. Replies
    1. আমার ভিসা চেক করে দেন

      Delete
  3. খুবই সুন্দর

    ReplyDelete
  4. অনেক সুন্দর একটা পোস্ট

    ReplyDelete
Previous Next

نموذج الاتصال